আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কি ও কেন!! মাও: ফখরউদ্দিন আহম্মেদ।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা তাফসির মাহফিল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কি ও কেন এই বিষয়ের উপর আলোচনা পেশ করেন ইমলামিক মিডিয়া ব্যক্তিত্ব ও ঢাকা আমিন বাজার মসজিদের খতিব মাওলানা ফখরউদ্দিন আহম্মেদ সাহেব।

হাজার হাজার তাওহীদি জনতটর উপস্থিতিতে তিনি বলেন, একটি দুইতলা জাহাজের নিচ তলার যাত্রীরা বার বার পানির জন্য উপরে যেতে হয়। তারা যদি ভাবে তলা ছিদ্র করলেই তো পানি পাই, উপরের লোকদের কষ্ট দিবনা, নিচ থেকে চিদ্র করে পানি উঠাবো। তাহলে উপরের তলার যাত্রীদের উপর যে দায়িত্ব আসে এটাই আমর বিল মারুফ।

তারা যদি এদের কে না ফিরায় তা হলে সবাই ডুবে মরতে হবে। যারা আজ রাষ্ট্রের তলা ছিদ্র করে জাযরা  করে ফেলেছে, তাদের বিরুদ্ধে হক কথা বলা সবাই মিলে সেই রাষ্ট্র কে ইসলামের আলোকে গঠন করার চেষ্টাই হল আমর বিল মারুফ।

Post a Comment

Previous Post Next Post