মানব রচিত আইন জুলুমের হাতিয়ার : মাওলানা ফখরউদ্দিন আহম্মেদ।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দেনার দিয়া ২৮ শে জানুয়ারি ২০১৭ রোজ শনিবার তাফসির মাহফিলে মাওলানা ফখরউদ্দিন আহম্মেদ বলেন, মানব রচিত আইন জুলুমের হাতিয়ার। যারাই দ্বীন কায়েমের কথা বলবে তাদের উপর জুলুম নেমে আসতে পারে। মাওলানা তারেক মুনাওয়ার ভাইকে আজ কুরানের ময়দানে কথা বলতে দেয়া হচ্ছেনা। তিনি আজ নিরাপদে নিজের দেশে তাফসির মাহফিলে আসতে পারছেন না। অপরাধ কি ? বিশ্ব নন্দিত মুফাচ্ছিরে কুরান আল্লামা সাঈদী যে কারনে মাজলুম তারেক ভাই ও আজ সে কারনে মাজলুম। তাই আসুন তারা যে পথে আছেন, আমরাও সেই কুরানের পথে জান মাল কুরবান করি। শরিক হই দ্বীন কায়েমের আন্দোলনে।

উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আমির হামজা ও মাওলানা লোকমান হোসাইন সাহেব।

Post a Comment

Previous Post Next Post