বাকৃবিতে নিত্যদিন মধ্যরাতে মেয়েদের হলে ছাত্রলীগের নেতারা কি করে?

বাকৃবিতে নিত্যদিন মধ্যরাতে মেয়েদের হলের সামনে ছাত্রলীগের শোডাউন, উত্যক্তকরন চলছে। সাধারন ছাত্রীরা ভ​য়ে কেউ এসবের প্রতিবাদ করার সাহস রাখেনা!
গতকাল অনন্যা নামে একটি মেয়ে ভার্সিটির ফেসবুক গ্রুপে জানান ,

হলে কি মেয়েদের ঘুমানোর ও অধিকার নাই???
সেই কখন থেকে হলের গেইটে ছেলেরা চিল্লাচিল্লি করতেছে। এখন ভুভুজেলা বাজাচ্ছে।
এইটা কোথাকার ভদ্রতা???
একটা renowned ভার্সিটির কতিপয় শিক্ষিত(!) ছেলেদের কাছ থেকে কি এই ব্যবহার আশা করা যায়??
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সেখানে অনেক ছেলেমেয়েকেই কমেন্টে এর সমর্থন ও প্রতিবাদ করতে দেখা যায়

Sharifa Rifa: Bujhina esober mane ki??!!! Rat pray 2tar dike tara ladies hall er samne eshe bashi bajay!!! Strange!!

Mohammad Ashrafuzzaman Mukul কোন কিছু হলেই ওই দিকে শব্দ করতে করতে …. আপসোস ভার্সিটি সেই আগের অবস্থাতেই আছে!!!!!

Fatematuzzohora Shathi: hall r samne ase chilla palla kora anondo korbe ….ata amader mane nita hobe. ok manlam …but baje language a jakhon gola fatia hall r samne speech dawa hoy takhon o ki seta k unader anondo hisebei mane nite hobe? ???????? amra jodi tader bon bandhabi hoei thaki tahole kharap vasay speech shonate tader lojja lage na? ???

Ahsan Alvi: ITS A BIG SHAME FOR OUR UNIVERSITY

Nittyananda Das মানুষ যখন পাশবিকতায় আনন্দ পায়, তখন বুঝতে হবে ওই মানুষগুলো মানবিকতার কোন স্তরে আছে।

facebookএ আপনার এই ছোট্ট সাহসিকতা প্রকাশের জন্য অভিনন্দন।

Post a Comment

Previous Post Next Post