কুরআনের পথেই রয়েছে আমাদের একমাত্র মুক্তি : মাওলানা নাছির উদ্দিন হেলালী।

নোয়াখালীর কোম্পানিগঞ্জের থানার  হাটের পাশে তাফসীরুল কুরআন মাহফিল কুরআন প্রেমিক তৌহীদি জনতার উদ্দেশ্যে প্রদান মেহমান মাওলানা নাছির উদ্দিন হেলালী সাহেব বলেন, কুরআনের পথেই রয়েছে  আমাদের একমাত্র মুক্তি। তাই আসুন আমারা পুরো জীবনের সর্বাস্থায় কুরআনের পথে টিকে থাকার জন্য  সংগ্রাম চালিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তৌফিক দান করুন। এ সময় মাহফিলের স্থল কুরআন প্রেমিক তৌহীদি জনতার আল্লাহু আকবর এবং আল কুরআনের আলো সংসদে জালো স্লোগানে স্লোগানে মুখরিত হয়।

Post a Comment

Previous Post Next Post