কুরআনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি সওয়াবের কাজ এবং ফরজ - মাও : নাসির উদ্দিন হেলালী।

আসসালামুআলাইকুম

প্রিয় মুসলিম ভাই, বোন এবং বন্ধুগণ! আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ভালো থাকুন এই কামনা করছি। আপনাদের  সকলের কাছে আমার বিনীত অনুরোধ এই যে, আপনারা  সবাই কুরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করুন ।

যাদের কুরআন ও সুন্নাহর জ্ঞান থাকবে শয়তান তাদেরকে ভয় পাবে। দ্বীনি ইলম বা দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ।

প্রতিদিন কমপক্ষে কুরআনের একটি আয়াত ও কমপক্ষে একটি হাদীস মনযোগ সহকারে পড়তে  পারলে একটু ভেবে দেখবেন কি আপনার বছরে কয়টি  আয়াত ও কয়টি হাদীস পড়া হবে !!!

কুরআনের জ্ঞান অর্জন করার গুরুত্ব  সম্পর্কে  আপনি  দেখতে পারেন, কুরআনের সূরা আল বাকারা আয়াত ২, ১২৯, ১১৫, ১৮৫  আল ইমরান ১৬৪,  সূরা  জুমআ  আয়াত ২। হাদীস -  বুখারীঃ  ৪৬৫৪,  তিরমিযীঃ ২৫৬১।

মহান আল্লাহ আমাদেরকে যথাযথ ভাবে কুরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং  বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন, আমীন, সুম্মা আমীন, হে রাব্বুল আ'লামীন।

Post a Comment

Previous Post Next Post