দেহব্যবসায় জড়িত স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী পাখি গ্রেফতার ||

অল্প সময়ের মধ্যে বেশি টাকা রোজগারের লোভ ছাড়তে পারেননি তিনি। সেই লোভেই তিনি চুপিসারে চলে যান গোয়া। গোয়ায় হোটেলে দেহব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েন।

দেহব্যবসায় জড়িত স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী পাখি গ্রেফতার !

তিনি বলিউড এবং ছোটপর্দায় সঙ্গে যুক্ত এক জনপ্রিয় অভিনেত্রী। দিন কয়েক আগে গোয়ায় হোটেল থেকে দেহব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।

সূত্রের খবর, সপ্তাহখানেক আগে গোয়ার এক পাঁচতারা হোটেলের কামরা থেকে অবিন্যস্ত অবস্থায় তাঁকে আটক করে গ্রেফতার করে পুলিশ।

এই অভিনেত্রী বর্তমানে ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়ালের সঙ্গে যুক্ত রয়েছেন। আপাতত ওই অভিনেত্রী মুম্বই ফিরে এসেছেন। -আনন্দবাজার!

http://mediatimes24.info/bn/archives/39013

Post a Comment

Previous Post Next Post