দাগনভূইয়া প্রতিনিধি->>
ফেনীর দাগনভূইয়ায় বাস চাপায় নজরুল ইসলাম জুয়েল (২৮) ও এবায়দুল্লাহ (২৯) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ফেনী-বসুরহাট সড়কের দুধমুখা বাজার সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহতরা সকলে দাগনভূইয়া রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়পুর গ্রামের বাসিন্ধা।
নিহতের পরিবারের বরাত দিয়ে দাগনভূইয়া উপজেলার ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন জানান, বুধবার বিকেলে দাগনভূইয়া থেকে ৬টি মোটরসাইকেল যোগে কয়েকজন দর্শনাথী নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুসাপুর রেগুলেটরস্থ পর্যটন এলাকা দেখতে যাওয়ার পথে দাগনভূইয়া-বসুরহাট সড়কের দুধমুখা বাজার সংলগ্ন এলাকায় বসুরহাট থেকে ঢাকাগামী ড্রীম লাইন পরিবহনের যাত্রীবাহি একটি বাস পর্যটকদের বহনকারী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল এক আরোহী নিহত ও অপর এক আরোহী গুরুত্বর আহত হয়। আহত একজনকে উদ্ধার করে দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহতরা হচ্ছে, উপজেলার রাজাপুর ইউনিয়নের পশ্চিম জয়নারায়পুর গ্রামের বেলাল হোসন ছেলে নজরুল ইসলাম জুয়েল ও তোফাজ্জল হোসেনের ছেলে সৌদি প্রবাসী এবায়দুল্লাহ।
দাগনভূইয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজীম জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে তিনি শুনেছেন। নিহতদের লাশ স্ব-স্ব বাড়িতেও নিয়ে যাওয়া হয়েছে। তবে এর বেশি তিনি আর কিছু জানেন না বলেও জানিয়েছেন।