একটি অসহায় মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসুন ||

দাগনভূঞা শহর প্রতিনিধি->>
আপনাদের একটু সহানুভূতিই ফিরিয়ে দিতে পারে তার স্বাভাবিক জীবন পরিবারের বেঁচে থাকার সুযোগ।

এনায়েত উল্যা পিতা মৃত জালাল আহাম্মেদ গ্রাম পশ্চিম রামচন্দ্র পুর থানা দাগনভূঞা জেলা ফেনী। ওনি একজন প্রতিবন্ধী ও চার কন্যা সন্তানের জনক। অনেক কষ্টে দিনমজুরি করে জীবন যুদ্ধ করে কোন রকম দিন যাপন করিতেছেন।

ভাগ্যের নির্মম পরিহাস ডেকারেশন এর কাজ করার সময় জলন্ত আগুনের উপর পড়ে যায় এবং তার শরীলের ৪০ শতাংশ পুড়ে যায়। পাশ্ববর্তী লোকজন উদ্ধার করে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালের ৩ নং ওয়ার্ডের ২১ নং সিটে ভর্তি আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ণ ইউনিটে পাঠানোর জন্য ডাক্তার গন পরামর্শ দিয়েছেন।

কিন্তুু তার অসহায় পরিবারের পক্ষে চিকিৎসা বার বহন করা সম্ভব হচ্ছে না। তাই আপনাদের নিকট আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন।

এনায়েত উল্যা
সঞ্চয় হিসাব নং ৬৭৭
বাংলাদেশ কৃষি ব্যাংক
কোরাইশমুন্সি বাজার শাখা
দাগনভূঞা ফেনী।

বিকাশ নং ০১৯৯১২৩৯৯৯৩১/01991239931 এজেণ্ট। ডাঃ মহি উদ্দিন
গিয়াস উদ্দিন সুপার মার্কেট
কোরাইশমুন্সি বাজার।

আসুন আমরা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিই।

Post a Comment

Previous Post Next Post