নোয়াখালী - সেনবাগ উপজেলায় ইসরাত জাহান রিমু (১২) নামের এক ছাত্রীকে শ্রেণী কক্ষে সামনের বেঞ্চে বসায় পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগে বেলায়েত হোসেন নামের এক শিক্ষকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকের মাধ্যমে ওই শিক্ষককে বহিষ্কার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বহিষ্কৃত বেলায়েত হোসেন সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কয়েকটি শ্রেণী কক্ষে রোল নাম্বার যাদের ১, ২,৩, ৪ তারা সামনের বেঞ্চে। এরপর পর্যাক্রমে যারা তারা তার পরের বেঞ্চে এইভাবে ছাত্রীদের বসার নির্দেশ দেন। ঘটনার দিন দুপুর ১ টার দিকে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক বেলায়েত হোসেন সপ্তম শ্রেণীর ক্লাস নিতে এসে দেখেন রোল নাম্বার ১৬ ইসরাত জাহান রিমু সামনের বেঞ্চে বসে আছে।
পরে তিনি তাকে পিছনের বেঞ্চে গিয়ে বসতে বলেন। কিন্তু রিমু তাতে অপারগতা প্রকাশ করলে শিক্ষক বেলায়েত হোসেন মাপকাঠি (এস্কেল) দিয়ে রিমুকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় শ্রেণী কক্ষে উপস্থিত অন্য ছাত্রীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্লাস বর্জন করে কক্ষ থেকে বের হয়ে যায়।
সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বিদ্যালয়ে স্কাউটের একটি অনুষ্ঠান থাকায় আমরা বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। পরে সপ্তম শ্রেণীর ছাত্রীরা বিষয়টি আমাদের অবগত করলে আমরা আহত ছাত্রী রিমুকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করি।
তিনি আরো বলেন, এ ঘটনায় উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কৃর্তপক্ষের সিদ্ধান্তক্রমে অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।