জকিগঞ্জ উপজেলা (উত্তর) শাখা ছাত্র শিবিরের সভাপতি মামুন উর রশিদ এক ভয়াবহ মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, গত ৭ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় জকিগঞ্জ থেকে সিলেটের দিকে মোটর সাইকেল নিয়ে আসার পথে শাহবাগের পশ্চিমের ব্রিজের পাশে দূর্ঘটনায় পতিত হন। এ সময় তিনি মাথায়, মুখে, বুকে ও হাতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরে না আসায় নগরীর একটি উন্নত ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এদিতে জকিগঞ্জ উপজেলা উত্তর শিবিরের সভাপতি মামুন উর রশিদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সিলেট জেলা পুর্ব শিবিরের নেতৃবৃন্দ।
http://www.zakigonjsangbad.com/2015/12/blog-post_88.html?m=1