ঢাকা : সরকারের কোনো চাপ কিংবা বিএনপির প্রতি কোনো রাগ-ক্ষোভে নয়, দলকে গোছানোর জন্যই ২০ দলীয় জোট থেকে বেড়িয়ে গেছে ইসলামী ঐক্যজোট।
বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ত্রিবার্ষিক সম্মেলনে ২০ দল ছাড়ার ঘোষণা দিয়ে একথা জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী।
তিনি আরো বলেন, ‘ইসলামী ঐক্যজোট মানে সব ইসলামী দল, সংগঠন ওলামা একরাম, ও ইসলামমনস্ক লোকদের সমন্বয়ে একটি সংগঠিত, সমন্বিত ইসলামী শক্তি গড়ে তোলা অপরিহার্য।’
এখন থেকে ২০ দলীয় জোটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, ‘ইসলামী ঐক্যজোট স্বকীয়তা বজায় রেখে নিজেদের সাংগঠনিক তৎপড়তায় মনযোগী হবে। কেননা স্বকীয়তা অন্তপ্রেরণায় ইসলামী ঐক্যজোট স্বতন্ত্র। তাই এখন থেকে ইসলামী ঐক্য স্বকীয়তা বজায় রেখে জোটের কর্মতৎপড়তা চালিয়ে যাবে।’
Tags:
রাজনীতি