দাগনভূইয়া বিএনপির প্রার্থীর ঘরে তালা ঝুলছে ||

বিশেষ প্রতিনিধি-
ফেনীর দাগনভূইয়া পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাইফুর রহমান স্বপনের বাড়িতে তালা ঝুলছে। মনোনয়ন পত্র দাখিল করার পর (গত ৩ ডিসেম্বর ) থেকে আতংকে সে আর বাড়িতে ফেরেনি। সোমবার দুপুরে সরজমিনে পৌরসভার রনক হাজী বাড়িতে গিয়ে জানা গেছে এমন তথ্য।

জানা যায়, গত ৩ ডিসেম্বর পুলিশি পাহারায় উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন বিএনপির প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন। পরে ঐদিন রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এর পরদিন থেকে বসত ঘরে তালা ঝুলিয়ে বাড়ির সকলে বাড়ি ছেড়ে চলে যায়। তবে কোথায় গিয়েছে এব্যাপারে বাড়ির লোকজন কেউ কিছুই বলতে পারিনি। বাড়ির বাসিন্দা বাবর জানান, গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ বাড়িতে অভিযান চালায় । সকালে তার মা-বাবা বাড়িতে তালা ঝুলিয়ে সকলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, কৌশলগত কারনে স্বপন এলাকার বাহিরে রয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অর্থ্যাৎ আগামি ১৩ ডিসেম্বর পরে সে এলাকায় আসবে। অপরদিকে রবিবার জেলা বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার ফেনীতে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামীলীগের হুমকি-দামকি ও পুলিশি হয়রানির কারনে নির্বাচনে মাঠে আসতে পারছেনা বিএনপি প্রার্থী সাইফুর রহমান স্বপন। পুলিশি হয়রানির ব্যাপারে দাগনভূইয়া থানার ওসি (তদন্ত) আনোয়ারুল আজিমের কাছে জানতে চাইলে তিনি জানান, বিএনপির প্রার্থী সাইফুর রহমান স্বপনের ছোট ভাই ফটিকের বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। ঐদিন রাতে পুলিশ জানতে পারে ফটিক ঐ বাড়ীতে গোপন মিটিং করছে । যার কারনে পুলিশ স্বপনের বাড়িতে অভিযান চালায়।

http://prothom-feni.com/archives/9922

Post a Comment

Previous Post Next Post