গণতন্ত্র হত্যার দিনেই গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে -ড. রেজাউল করিম

৫ জানুয়ারি ২০ দলের সমাবেশ হবেই এবং গণতন্ত্র হত্যার এই দিনেই গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত ৫ জানুয়ারি সমাবেশ উপলক্ষে শিবির ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ সজল। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি তারিক হাসান, দপ্তর সম্পাদক জামিল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি বলেন, অবৈধ সরকারকে দীর্ঘ একটি বছর সময় দেয়া হয়েছে, আর নয়। আগামী ৫ জানুয়ারি এই জুলুমবাজ সরকারের কবর রচনা হবে। ঐ দিন ছাত্রসমাজ রাস্তায় নেমে আসবে। আওয়ামী লীগ সরকারের পতনকে নিশ্চিত করেই তারা ঘরে ফিরবে। সেদিন রাজপথে ছাত্রসমাজকে নেতৃত্ব দিবে ইসলামী ছাত্রশিবির।

তিনি সব ভেদাভেদ ভুলে ৫ জানুয়ারি সকলকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।

দৈনিক সেনবাগের কণ্ঠ/৪ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post