চৌদ্দগ্রামে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল ষড়যন্ত্রমূলক ||

কুমিল্লা: আসন্ন পৌরসভা নির্বাচনে চৌদ্দগ্রাম পৌরসভায় জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ভিপি সাহাব উদ্দিন এর মনোনয়ন পত্র বাতিল ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ করেছে জামায়াত । শনিবার সন্ধায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতা বেলাল হোসাইন এর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও কেন্দ্রীয় নির্বাহি সদস্য মাওলানা আবদুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, পৌরসভা নির্বাচনে সম্পূর্ণ অন্যায় ভাবে ও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে স্বতন্ত্র প্রার্থী ভিপি সাহাব উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তারা বলেন, মনোনয়ন পত্র জমা দেয়ার পর থেকেই জামায়াত সমর্থিত প্রার্থী ভিপি সাহাব উদ্দিনের প্রস্তাবকারী, সমর্থনকারী ও সতন্ত্র হিসাবে যাদের সমর্থন নিয়ে ফরম জমা দিয়েছেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। যাতে সাহাব উদ্দিন কোন ভাবে নির্বাচন করতে না পারে। আর এর চুড়ান্ত বহি:প্রকাশ তার মনোনয়ন পত্র বাতিল করে। শুধু সাহাব উদ্দিনের মনোনয়ন পত্রই নয় বরং আওয়ামীলীগ ছাড়া অন্য সকলের মনোনয়ন পত্র ও বাতিল করা হয়েছে।

ভিপি সাহাব উদ্দিন বলেন, আমি নির্বাচন কমিশনের আইন মেনেই মনোনয়ন পত্র জমা দিয়েছি। কিন্তু সরকারের নির্বাচন কমিশন এক সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে মিথ্যা অযুহাতে আমার মনোনয়ন পত্র বাতিল করে।ভিপি সাহাব উদ্দিনের মনোনয়ন পত্র বাতিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে অন্যান্যদের মাঝে আরো স্বাক্ষর করেন কুমিল্লা জেলা দক্ষিন জামায়াতের আমির আবদুস সাত্তার, ভারপ্রাপ্ত সেক্রেটারী মো আবুল বাশার, জেলা সহকারী সেক্রেটারী এড.মো শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত আমীর শাহ মো মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারী অলি আহম্মেদ, সহকারী সেক্রেটারী ও পৌর আমীর মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারী জয়নাল পাটোয়ারী, উপজেলা প্রচার সম্পাদক বেলাল হোসাইন।

Post a Comment

Previous Post Next Post