জামায়াতে ইসলামীর সাবেক দুই সংসদ সদস্যসহ দলটির ১৩ জন নেতাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক জামায়াতের সাবেক দুই এমপি হলেন- দলটির ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আটকদের মধ্যে ওই বাড়িটি মালিক ও স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক হারুন-অর রশীদও রয়েছেন। তবে বাকিদের নাম এখনো জানা যায়নি। পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘গোপন খবরে বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। ’আটকদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে অনলাইন বার্তাসংস্থা শীর্ষ নিউজ জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানসহ ১৩ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের আগে পুলিশ তাকে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বলে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা শীর্ষ নিউজকে বলেছেন। ওই জামায়াত নেতা অভিযোগ করে বলেন, অধ্যাপক মুজিবকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় অবরুদ্ধ করে রাখে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অধ্যাপক মুজিবকে এখনও অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাকে বের করে নিয়ে যাওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির শীর্ষ নিউজকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজন সাবেক এমপিসহ ১৩ জনকে আটক করা হয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে আছি। এখন তাদেরকে নিয়ে ডিবিতে যাওয়া হবে।