নোয়াখালী সেনবাগ প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ উল্যাহর ছেলে মো: মোজাম্মেল হোসেন নাঈম চট্রগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসা থেকে সদ্য প্রকাশিত আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
মোজাম্মেল হোসেন নাঈম ২০১৩ সালে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের তাহিরপুর তামিরুল উম্মাত ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকেও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। ২০১২ সালে বাংলাদেশ আই. সি. এস কতৃক সারাদেশের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদেরকে ঢাকার মালিবাগে এক সংবর্ধনা ও পুরুষ্কার দেওয়া হয়, সে সংবর্ধনা থেকেও কৃতিত্বের সনদ ও পুরুষ্কার পান মোজাম্মেল হোসেন নাঈম।
উল্লেখ্য, মোজাম্মেল হোসেন নাঈমের সাথে যোগাযোগ করে তার এই সকল কৃতিত্বের পিছনে কার অবদান বেশী জানতে চাওয়া হলে সে বলে, মাতা পিতা শিক্ষক শিক্ষিকা আত্মীয়স্বজনতো বটেই ! তবে আমার এ সকল কৃতিত্বের সব চাইতে বেশী দাবীদার হচ্ছে আমার দুই মামা, সাইফুল ইসলাম পাটোয়ারী ও রাফিকুল ইসলাম পাটোয়ারী। যাহা আমি আমার পেইজবুক স্টাট্যাসেও লিখেছি।
মোজাম্মেল হোসেন নাঈম বলেন, পারিবারিক কাজের পাশাপাশি প্রত্যাশিত ফলাফল অর্জন করায় আমিসহ পরিবারের সবাই খুবই আনন্দিত। ভবিষ্যতে যেন আরো ভালো ফলাফল অর্জন করতে পারি সকলের কাছে দোয়া কামনা করছি।
দৈনিক সেনবাগে কণ্ঠ/১৭ আগস্ট ২০১৫।