নিজস্ব প্রতিবেদক, দৈনিক সেনবাগে কণ্ঠ :
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মাদ আতিকুর রহমান বলেছেন, ইসলামী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতিমুক্ত আদর্শ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা কখনই সম্ভব নয়।
তিনি বলেন, আদর্শ সমাজ প্রতিষ্ঠার স্বার্থে ইসলামী শিক্ষাব্যবস্থা কয়েম না হওয়া পর্যন্ত ছাত্রশিবির সংগ্রাম অব্যাহত রাখবে।
রবিবার রাজধানীতে ১৫ আগস্ট ছাত্রশিবির ঘোষিত ‘ইসলামী শিক্ষা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে যুক্তির কাছে পরাজিত হয়ে পথভ্রষ্ট সেক্যুলার সমাজতন্ত্রীরা হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেকের ওপর। তারা ভেবেছিল- আব্দুল মালেককে শহীদ করতে পারলেই ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে কথা বলার মত আর কেউ থাকবে না।’
আতিক বলেন, ‘কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন বুমেরাং হয়েছে। আজ সারাদেশে লাখ লাখ মালেক তৈরি হয়েছে। শহীদ আব্দুল মালেকের ইসলামী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন একদিন এদেশে বাস্তবায়িত হবেই।’
তিনি বলেন, ‘মালেকের সংগ্রামী চেতনাকে ধারণ করে দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার স্বার্থে ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেকটি কর্মী আমৃত্যু প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
আলোচনা শেষে শহীদ আব্দুল মালেকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসাইন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস, শাখা সেক্রেটারি জামিল মাহমুদ, অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব প্রমুখ।