কোম্পানীগঞ্জে বারীবর্ষণে ৭টি গ্রাম প্লাবিত ||

কোম্পানীগঞ্জ: ঘূর্ণিঝড় কোমেন, বৈরী আবহাওয়া, বারীবর্ষণ ও পূর্ণিমার কারণে সৃষ্ট জোয়ারে ছোট ফেনী নদী ও বামনীয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উপর দিয়ে প্রভাবিত হওয়ায় কোম্পানীগঞ্জের ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

শুক্রবার দুপুরে জোয়ার আসলে গ্রাম গুলো প্লাবিত হয়। প্লাবিত গ্রাম গুলো হচ্ছে- কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকচ্ছোপিয়া, ৪নং ওয়ার্ড পূর্ব চর লেংকটা, ৫নং ওয়ার্ড ক্লোজারঘাট, ৯নং ওয়ার্ড গাংচিল এবং চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম ও জেলে পাড়া।

চরএলাহি রেড ক্রিসেন্ট সভাপতি আব্দুল গনি জানান, স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বেশি উপর দিয়ে পানি প্রভাবিত হওয়ায় গ্রামগুলো প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে ওই গ্রাম গুলোর লোকজন। এছাড়াও ঝড়ো বাতাস ও গত কয়েকদিনের ভারীবর্ষণে গ্রাম গুলোর অনেক কাঁচা ঘর বাড়ী ও গাছ পালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

শুক্রবার বিকেলে জোয়ারের পানিতে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান জানান, জোয়ারের পানি কয়েকটি গ্রামে প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। বিকেল থেকে পানি নামতে শুরু করেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সেনবাগে কণ্ঠ/ ৩১ জুলাই ২০১৫।

Post a Comment

Previous Post Next Post