কোথায় মানবতা! কোথায় আজ দেশের সুশীল!


ডেক্স রিপোর্ট :
ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ মায়ের পেটের নিরাপদ শিশুটির জন্য কেন কেউ কথা বলছে না। কোথায় আজ আমাদের দেশের সুশীল নামের কুশিলেরা কোথায় মানবতার ফেরিওয়ালারা। কোথায় টকশোর মিষ্টি ভাষার দালালেরা আজ কেন চুপ মেরে আছে ?
যানি এখন তোমাদের মুখ বন্ধ থাকবে কারণ তোমাদের বাবাদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে তাই তোমাদের মুখ বন্ধ। আল্লাহ না করুক যদি জামায়াতের কেউ এই কাজ করতো ( এটা তো জামায়াত শিবিরের দ্বারা জীবনে ও হবে না) তা হলে তোমাদের চুলকানির জ্বালায় থাকা যেত না। মুখে দিয়ে লালা বের হত জামায়াত নিষিদ্ধ করার জন্য। হাজার হাজার নিরপরাধ নেতা কর্মীর নামে মামলা দিয়ে গ্রেফতার করতে। কিন্তু যারা এই ঘৃণ্য নিকৃষ্ট কাজ টি করলো তাদের নিষিদ্ধের সুর তোমাদের মুখ থেকে বের হবে না কারণ তাদের এজেন্ডা ব্যস্তবায়নে তোমরা ওলিপ্ত।
ধিক্কার জানাই ছাত্রলীগের সন্ত্রাসীদের ধিক্কার জানাই সুশীল নামের দালালদের ও।
লেখক- এম এইচ হোসেন, সৌদিআরব প্রবাসী।



Post a Comment

Previous Post Next Post