সেনবাগে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ||

নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের মজিরখিল গ্রামে বন্যার পানিতে ডুবে আবিবা খাতুন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে বাহির হয়ে বাড়ীর উঠানে বন্যার পানিতে  খেলা করার সময় শিশুটি ডুবে যায়। পরে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

তার পিতার নাম সোহাগ, তিনি কানকিরহাট বাজারের মিষ্টি দোকানদার। সোহাগের তিন ছেলে মেয়ের মধ্যে আবিবা খাতুন-ই তার একমাত মেয়ে ছিলো।

দৈনিক সেনবাগে কণ্ঠ/ ৩১ জুলাই ২০১৫।

Post a Comment

Previous Post Next Post