বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে মাওলানা রাফীক বিন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০১২ সালের ১৩ জুন যুদ্ধাপরাধের অভিযোগের মামলায় আটক তার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলাকালে রাফীক বিন সাঈদী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। দুপুরের বিরতির সময় তিনি ট্রাইব্যুনাল কক্ষে অসুস্থ বোধ করেন এবং এর একটু পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছোট ভাই জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রাফীক বিন সাঈদী তার বাবার মতোই দেশে-বিদেশে বিভিন্ন স্থানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়ে কুরআনের তাফসির করতেন এবং অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৩ জুন ২০১৫, শনিবার।