সেনবাগ প্রতিনিধি,
নোয়াখালী সেনবাগ পৌর জামায়াতের সহ-সভাপতি মো. ফজলুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার বিন্নাগুনি গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সেনবাগ পৌরসভা ৭নং ওয়ার্ড কমিশনার এবং ঐ গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ফজলুল হকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/১৩ জুন ২০১৫।
Tags:
স্থানীয় সংবাদ