সেনবাগে আই. ডি. এল মেডিকেল সেন্টার এন্ড বেবী কেয়ারের উদ্ভোধন সম্পন্ন ||

স্বাস্থ্য সেবায় আমরা আছি আপনার পাশে.........
এই স্লোগান নিয়ে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সুনামধন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গ্রুপ অব কোম্পানি ইন্টিম্যাসি ডেভেলপার্স লিমিটেড (আই. ডি. এল) গ্রুপের নতুন সংযোজন সকলের প্রিয় সেবামূলক বাণিজ্যিক প্রতিষ্ঠান আই, ডি, এল মেডিকেল সেন্টার এন্ড বেবী কেয়ারের শুভ উদ্ভোধন বুধবার বিকেল ৫.৩০ মিনিটের সময় ইসলামী ব্যাংক রোড সেনবাগ পুর্ব বাজারে এক মনোরম পরিবেশে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

ইন্টিম্যাসি ডেভেলপার্স লিমিটেড (আই. ডি. এল) গ্রুপের পক্ষ থেকে সকল ডিরেক্টর, শেয়ার হোল্ডার, বিনিয়োগ গ্রাহক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী সেনবাগ উপজেলার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া কামনা করেছে, পাশাপাশি সকলের সহযোগিতায় ইন্টিম্যাসি ডেভেলপার্স লিমিটেড (আই. ডি. এল) গ্রুপের নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান আই. ডি. এল মেডিকেল সেন্টার এন্ড বেবী কেয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছে কতৃপক্ষ।

আই, ডি, এল মেডিকেল সেন্টার এন্ড বেবী কেয়ারের সেবাসমূহ :-

* সকল প্রকার ঔষধ পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়।
* শিশুদের যাবতীয় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়।
* বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বার।
* এ্যাজমা/হাঁপানী রোগীদের নেবুলাইজার করা হয়।

শুভেচ্ছান্তে :
পরিচালক, গিয়াস উদ্দিন মাঈন ও উপ ব্যাবস্থাপনা পরিচালক, দীন মুহাম্মদ, ইন্টিম্যাসি ডেভেলপার্স লিমিটেড (আই. ডি. এল)। সেনবাগ পূর্ব বাজার, ইসলামী ব্যাংক রোড, সেনবাগ, নোয়াখালী। মোবাইল  : ০১৮২৩-৯৭৬০০৭. ০১৮১৮-৫১৪৭২৭. ০১৮৪৫-৮৮৫৮২৮।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০৭মে ২০১৫।

Post a Comment

Previous Post Next Post