সেনবাগ: নোয়াখালীর সেনবাগে ফুটবল মাঠে ফুটবলের আঘাতে আব্দুল্যাহ আল মামুন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল উপজেলার ২নং কেশারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্যাহ আল মামুন (১৩) ২নং ইউপির কেশারপাড়া গ্রামের আলো ভূঁইয়া বাড়ীর শাহজাহানের ছেলে। সে কানকিরহাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেলে আলো ভুইয়া বাড়ীর পাশে পাড়ার স্থানীয় মাঠে ফুটবল খেলার সময় তার দলের গোলকিপার ছিল মামুন। খেলায় গোলপোষ্টে বিপক্ষ দলের খেলোড়ায়দের মারা বল ধরতে গিয়ে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় মামুন। পরে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৭মে ২০১৫।
Tags:
স্থানীয় সংবাদ