হতদরিদ্র সাইফুর রহমানকে বাঁচাতে এগিয়ে আসুন ||

সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের হতদরিদ্র গরীব দিন মুজুর লতিফুর রহমান ছেলে সাইফুর রহমান  জীবন (৯)।

কঠিন দুরারোগ্য কিডনি রোগে ভুগছে। চিকিৎসা করতে গরীব পিতার সবকিছু শেষে হয়ে গেছে। ডাক্তার তাকে উন্নত চিকিৎসা ও অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছেন। তাতে বিপুল টাকার প্রয়োজন হবে। হতদরিদ্র গরীব দিন মুজুর লতিফুর রহমানের পক্ষে টাকা জোগাড় করা সম্ভব না।

গত এক সপ্তাহ ধরে ঢাকা মগবাজার কমিউনিটি হাসপাতাল ভর্তি আছে। তাই তিনি সমাজের বৃত্তবান দানশীল বক্তিদের কাছে সাহায্যর আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা -
জান্নতুল ফৈরদাউস, ইসলামী ব্যাংক সেনবাগ শাখা- নোয়াখালী।
সঞ্চায়ী হিসাব নং ১৩৮৮৯,
যোগাযোগ মোবাইল নং-০১৮৩৯১০৬৩১৫।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৫ এপ্রিল ২০১৫।

Post a Comment

Previous Post Next Post