মৃত্যু নিশ্চিত হওয়ার পর বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
‘সিটি নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক সহিংসতা ও নারী কর্মীদের উপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে’ এ সভার আয়োজন করা হয়।
হান্নান শাহ বলেন, বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর আছে- পিন্টু মারা যাওয়ার আগে জেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন তাকে হাসপাতালে নিতে। কিন্তু কর্তৃপক্ষ উল্টো তার সাথে তর্ক-বিতর্ক করে তাকে উত্তেজিত করে। এরপরই তার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে যায়। এভাবে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সরকার পিন্টুকে হত্যা করেছে- অভিযোগ করে তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশ ছিল পিন্টুকে ঢাকায় চিকিৎসা দেওয়ার। কিন্তু সরকার আদালতের নির্দেশ অমান্য করে তাকে প্রথমে নারায়ণগঞ্জ ও পরে রাজশাহী কারাগারে পাঠায়।
এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মী ও সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, আপনারা যদি হায়াতে বেঁচে থাকেন। দেখতে পাবেন, সরকারের প্রতিটি গুম ও হত্যাকাণ্ডের সাথে এ ঘটনারও বিচার করা হবে।
সদ্যসমাপ্ত সিটি নির্বাচনের প্রচারে খালেদা জিয়ার গাড়িবহরে বিক্ষুব্ধ সাধারণ লোকজন হামলা করেছে- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রতিবাদ সভায় সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
তিনি বলেন, আমি সরকারকে সাবধান করে বলে দিতে চাই। আমাদের কাছে তথ্য আছে। আপনারা যাদের হত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা করেছেন তাদের পরিবারের সদস্যরাও প্রস্তুত হয়ে আছে বদলা নিতে। তাদের প্রতিশোধ হবে আরও ভয়াবহ।
এ সময় সিটি নির্বাচনে ‘ভোট ডাকাতির’ সমালোচনা করে হান্নান শাহ বলেন, সরকার নির্বাচনে নয়; বাকশালে বিশ্বাসী। তাই নির্বাচনে এ রকম ঘৃণ্যভাবে চুরি-ডাকাতি করেছে।
তিনি বলেন, আমরা রণে ভঙ্গ দেইনি। আমরাও প্রস্তুত হয়ে আছি উপযুক্ত বদলা নেওয়ার জন্য।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরী-আরা-সাফার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/৫মে ২০১৫।