অপসংস্কৃতির বেড়াজালে কিশোর-কিশোরীরা : গোলাম হায়দার সোহেল ||

দেশের কিশোর-কিশোরীদের বিরাট অংশ নিজেদের ইতিহাস ঐতিহ্য, মূল্যবোধ ও সংস্কৃতি ভুলে গেছে । বেশ কিছু কিশোরী আজ ওড়নাও পরে না । টাইট হাফ প্যান্ট পরে । হাত ও আবার খোলা । বিশ্ববিদ্যালয়ে কিছু মুসলিম মেয়ে বিভিন্ন উৎসবে শাখা ও সিঁদুর্ পরে বলে জানা গেছে ।

বেশ কিছু ছেলে সুতা , চুড়ি, সোনা বা অন্য চেইন বা খুব টাইট প্যান্ট পরে । অনেক বিজ্ঞাপন্ও উগ্র ও অশ্লিল । এগুলো বাংলাদেশী বা মুসলিম বা হিন্দু সংস্কৃতি কিছুই নয় । কোন ধর্মই এগুলো শিখায় না । ফ্যাশন শোর ক্ষেত্রে লজ্জা কর পোষাক পরে মডেলরা ।

সঙ্গীত, ফ্যাশন ও নায়ক-নায়িকা প্রতিযোগীতার আয়োজন কিশোর-কিশোরীদের গঠন মুলক কাজের পরিবর্তে অশালীনতায় অভ্যস্ত করছে ।

মুসলিম ছেলে-মেয়েরা রাসূল (সা:) এর জীবনীয় পড়েনা । এরা কিভাবে আদর্শ মানুষের পরিচয় পাবে ? এসবের পরিপেক্ষিতে আবেদন, তরুন-তরুনীদের কাছে নিন্মলিখিত বিষয়গলো তুলে ধরুণ :

০১. মুসলিম অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের কম বয়সে রাসূল (সা:) এর জীবনী , আবু বকর, উমর, উসমান, আলী (রা:) , মা খাদিজা ,আয়েশা, ফাতিমা (রা:আ) এদের জীবনী পড়ানো বা নিজে তাদের নিয়ে পড়া । তা হলেই তারা আদর্শের সন্ধান পাবে ।

০২. অভিভাবকদের উচিৎ শালীন শোভন পোষাকের ব্যাপারে উৎসাহিত করা । মেয়েরা যেন ভাল করে ওড়না পরে , হাত খোলা না রাখে, খাটো কামিজ ও পায়জামা বা প্যান্ট না পরে । ছেলেরা যেন টাইট প্যান্ট হাতে চুড়ি, গলায় চেইন না পরে ।

০৩. ফ্যাশন প্রতিযোগীতা এবং অশ্লিল সুন্দরী ও সঙ্গীত প্রতিযোগীতা থেকে দূরে থাকে ।

০৪. যারা কোম্পানীর বিজ্ঞাপন তৈরি করেন তাদের উগ্র বিজ্ঞাপন তৈরি না করতে অনুরোধ করুন । পোশাক প্রস্তুত কারকরা যেন এমন পোশাক তৈরি না করেন যা সভ্যতা, ভব্যতা ও নৈতিক আদর্শের বিপরীত ।

০৫. আপনি বুঝিয়ে বলতে পারেন যাতে আমাদের কিশোর-কিশোরীরা নিজেদের ধর্ম, ইতিহাস ও কৃষ্টির পরিচয় পায় । প্রশ্ন করুন, কেনো আমাদের ঘরে ঘরে কুরআন ? কেনো বেশির ভাগ মুসলিম ই হারাম হালাল মেনে চলে ?

দৈনিক সেনবাগের কণ্ঠ/৫মে ২০১৫।

Post a Comment

Previous Post Next Post