কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু মারা গেছেন ||

রাজশাহী: বিডিআর বিদ্রোহ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসির উদ্দীন আহমেদ পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহে....................…রাজেউন।

রাজশাহী কারাগারে থাকা পিন্টু রোববার (৩ মে’২০১৫) সকালে বুকের ব্যথা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ১২টা ২০মিনিটে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে কারাগারে থেকেই তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

২০১৩ সালের নভেম্বরে বিডিআর হত্যা মামলার রায়ে বিএনপি নেতা পিন্টু এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৫২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৭১ জনকে খালাস দেয়া হয়।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩ মে ২০১৫।

Post a Comment

Previous Post Next Post