ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতার বুদ্ধি ভিত্তিক জবাব দিতে হবে-শিবির সভাপতি ||

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, দেশ ও ইসলাম বিরোধী কোন অপতৎপরতাকে ছাত্রশিবির বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেনা। একই ভাবে বিরুদ্ধবাদীদের কোন উস্কানিতেও পা দিবেনা। বরং সাহস ও বিচক্ষণতার সাথে ষড়যন্ত্রকারীদের প্রতিটি অপতৎপরতার জবাব দিতে হবে।

তিনি আজ ছাত্রশিবির আয়োজিত বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাতের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

শিবির সভাপতি বলেন, নিজেদের সর্বগ্রাসী অনৈতিক কর্মকান্ড আড়াল করতে ইসলামী আন্দোলনের কর্মীদের উস্কে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে অবৈধ সরকার। এজন্য প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময়ে দায়িত¦-জ্ঞানহীনউস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সাথে চলেছে সেবাদাস পুলিশ ও কিছু দলকানা গণমাধ্যমের যৌথ প্রযোজনায় সাজানো নাটক। এসবের উদ্দেশ্য ছিল বিশেষ পরিস্থিতির সৃষ্টি করে ফায়দা হাসিল করা। কিন্তু তারা সফল হয়নি। ছাত্রশিবির নিয়মতান্ত্রিক ভাবে তীব্র গণআন্দোলন করেছে, কিন্তু চক্রান্তকারীদের ফাঁদে পা দেয়নি। এসকল ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে এবং ষড়যন্ত্রকারীরা নিত্য নতুন অপকৌশল গ্রহণ করবে তাতে কোন সন্দেহ নেই। কেননা বাতিলের টিকে থাকার মূলমন্ত্রই হল হত্যা, নির্যাতন, হামলা,মামলা ষড়যন্ত্র,অবিচার আর অপপ্রচার। জনগণের মনে আশ্রয় না পেলে ফ্যাসিবাদীর কুলে আশ্রয় নেয় সৈরাচারীরা, এটাই ঐতিহাসিক বাস্তবতা। অপশক্তির কোন অপকর্মই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবেনা। প্রতিটি ষড়যন্ত্র ও অপকর্মের জবাব দিতে হবে সাহসীকতা, বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে।

তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ইসলাম ও ইসলামী আন্দোলনকে অবৈধ সরকার তাদের প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে। সুতরাং ইসলামী আন্দোলনকে ধ্বংস করতে যত নিঁচে নামা দরকার তত নিঁচে তারা নামবে তা স্পষ্ট। দিন দিন ষড়যন্ত্রের ডাল পালা বিস্তৃত হচ্ছে। কিন্তু ছাত্রশিবিরের দায়িত্বশীলদের যে কোন পরিস্থিতির মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে। এক্ষেত্রে প্রতিটি দায়িত্বশীলকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

তিনি নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সাথে যার যার দায়িত্ব পালন করতে দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।

মনির আহমেদ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

দৈনিক সেনবাগের কণ্ঠ/৫মে ২০১৫।

Post a Comment

Previous Post Next Post