সেনবাগ: নোয়াখালীর সেনবাগে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় একাবাসী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে । আটককৃতরা হলো বেগমগঞ্জ উপজেলা লক্ষী নারায়ণপুর গ্রামের আবুল খায়েরের ছেলে জহির উদ্দিন (২৩) ও সাহাব উদ্দিন (২১), সোনাইমুড়ি উপজেলার ভাংতি গ্রামের আবুল কাশেমের ছেলে শাহাজাহান (২৭), বেগমগঞ্জে কুতুবপুর গ্রামের জাহেদ হোসেনের ছেলে রায়হান (২৬), লক্ষী নারায়ণপুর গ্রামের মফিজ উল্লার ছেলে অজি উল্লা ও পৌর শহরের হাজীপুর গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আবদুল হালিম (২৬)। বুধবার দুপুরে তাদেরকে নোয়াখালীতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও থানা সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে সঙ্গবদ্ধ সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য নোয়াখালী -থ-১১-২৪৩৭ সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে সেনবাগ উপজেলার ইটবাড়ীয়া এলাকায় পৌছলে তাদের গতিবিধি দেখে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় তারা কৌশলে সিএজির যাত্রীবেশে চক্রের সদস্যদের আটক করে গনপিটুনি দিয়।
খবর পেয়ে সেনবাগ থানার এসআই হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছলে এলাকাবাসী তাদেরকে পুলিশে কাছে সোর্পদ করে। থানায় জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩০ এপ্রিল ২০১৫।