কামারুজ্জামানের একটি সংক্ষিপ্ত পরিচিতি ||

মুহাম্মদ কামারুজ্জামান ১৯৫২ সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি জিকে স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। এরপর জামালপুর আশেক মাহমুদ কলেজে আইএসসি’তে ভর্তি হন। ১৯৭২ সালে নাসিরাবাদ কলেজে থেকে এইচএসসি পাস
করেন। ১৯৭৬ সালে কামারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগ থেকে প্রথম শ্রেণীতে এমএ পাস করেন।

১৯৭৯ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি ১৯৯২ সালে এ দলের সহকারি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। জামায়াতে যোগ দেয়ার আগে তিনি ১৯৭৮ সালে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। মুহম্মদ কামারুজ্জামান ১৯৮০ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি দৈনিক সংগ্রমের নির্বাহী সম্পাদক ছিলেন। গ্রেফতারের আগ পর্যন্ত তিনি সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার  সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

কামারুজ্জামান এরশাদবিরোধী আন্দোলন ও পরে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের  আন্দোলনে লিয়াজোঁ কমিটির সদস্য ছিলেন।

লেখক ও সুবক্তা হিসেবে তার পরিচিতি রয়েছে। তার পাঁচ ছেলে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক/দৈনিক সেনবাগের কণ্ঠ/০৬ এপ্রিল ২০১৫।

Post a Comment

Previous Post Next Post