কামারুজ্জামানের ফাঁসি হলে অপ্রতিরোধ্য আন্দোলনের হুমকি শিবিরের ||

বিচার বিভাগীয় ষড়যন্ত্রের মাধ্যমে সরকার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির। একই সঙ্গে রিভিও আবেদন খারিজ করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ অভিযোগ করেন। শিবির নেতৃবৃন্দ বলেন, অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিচার বিভাগীয় ষড়যন্ত্রের মাধ্যমে কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। যা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেনা। এ রায় আওয়ামী লীগের দেশ থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করার ষড়যন্ত্রকে সফল করতে সহযোগির ভূমিকা পালন করেছে মাত্র। আমরা এ সাজানো রায়কে বহাল রাখার জন্য রিভিও আবেদন খারিজের সিদ্ধান্তকে   ঘৃনার সাথে প্রত্যাখ্যান করছি।

তারা বলেন, কামারুজ্জামানের মামলার ঘটনার বিবরণে ভিন্নতা ও তথ্যে অসংলগ্নতা ছিল স্পষ্ট। এরপরও কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় কোন বিবেকবানের পক্ষ থেকে আসতে পারে বলে জনগণ মনে করেনা। তবুও বিবেকবান জনগণ আশা করেছিল রিভিও এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। কিন্তু দু:জনক ভাবে রিভিও না করেই তা খারিজ করে দিয়ে অবিচারের পথকেই বেছে নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত  ন্যায়ভ্রষ্টতার নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে। যা ন্যায় বিচারের ইতিহাসের কপালে আরেকিট কলঙ্ক তিলক লেপন করেছে। তারা আরো বলেন, আইন-আদালতকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু মানুষের ন্যায় বিচার পাবার শেষ স্থানটিও যদি রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থের জন্য ব্যবহার হয় তাহলে অবিচারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের পথ ছাড়া আর কোন পথ খোলা থাকবেনা।

যদি কামারুজ্জামানকে অন্যায়ভাবে হত্যা করার চেষ্টা করা হয় তাহলে ছাত্রশিবির ছাত্রজনতাকে সাথে নিয়ে এমন অপ্রতিরোধ্য প্রতিরোধ গড়ে তুলবে যা মোকাবেলা করার ক্ষমতা অবৈধ সরকার বা তার সহযোগিদের থাকবেনা।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৬ এপ্রিল ২০১৫।

Post a Comment

Previous Post Next Post