৬ষ্ঠ শ্রেনীর ছাত্র একাই ৩৩টি ভোট দিয়েছে ||

যাত্রাবাড়ীর মিরহাজীরবাগে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্রে ইব্রাহীম খলিল নামের এক ছেলে বয়স ১১ ( ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র) একাই ৩৩ টি জাল ভোট দিয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেনল উপস্থিত হয়ে ইব্রাহীম এই কথা জানান। ইব্রাহীম ৫১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী কাজী হাবিবুর রহমান হাবুর পক্ষে এই জাল ভোট গুলো দেন।

ইব্রাহীমকে সাংবাদিকদের সামনে সাংবাদিকদের কাছে জাল ভোটের কথা স্বীকার করতে সহযগিতা করেন ওই ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রিনা আক্তার।

উৎসঃ   বেঙ্গলিনিউজ২৪/২৮ এপ্রিল ২০১৫।

Post a Comment

Previous Post Next Post