৩ সিটিতে জামায়াতে ইসলামীর ৫ কাউন্সিলর ||

ব্যালট  ছিতাই, জালভোট প্রদান ও কেন্দ্র দখলের মহোৎসবের পরও ৩ সিটিতে সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ জন বিজয়ী হয়েছেন। এর মধ্যে তিন জনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে দ্বিগুন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজয়ীদের মধ্যে ঢাকা উত্তরের ২২.২৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে আমেনা বেগম গ্লাস প্রতীকে ২৪ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার সুমী পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট। আমেনা বেগম প্রতিদ্বন্দ্বী থেকে দ্বিগুন ভোটে বিজয়ী হয়েছেন।

ঢাকা উত্তরের ১২.১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে মাসুদা আক্তার কেটলি প্রতীকে ৩১ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সামসুন্নাহার লাভলী পেয়েছেন ১৪ হাজার ৩৫১ ভোট। এখানেও জামায়াতের এই কাউন্সিলর সরকার সমর্থিত প্রার্থী থেকে দ্বিগুন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ঢাকা সিটি উত্তরের ২৯.৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে কাওসার জাহান ১৬ হাজার ৮‘শ ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৩ হাজার ৬৩০ ভোট পেয়েছেন।

চট্টগ্রামে সাধারন ১ ও সংরক্ষিত মহিলা আসনে ১ জন বিজয়ী হয়েছেন।

সাধারন ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ডে মো. শফিউল আলম ৪৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী হাসান মুরাদ পেয়েছেন ৪১ হাজার ২৫ ভোট।

৬নং সংরক্ষিত আসনে ফারজানা ইয়াসমিন নিশাত ৩১ হাজার ৮‘শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছে ১৭হাজার ৯‘শ। ফারজানা ইয়াসমিন নিশাত তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে প্রায় দ্বিগুন ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ এপ্রিল ২০১৫।

Post a Comment

Previous Post Next Post