নোয়াখালী প্রতিনিধি : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আল কোরআনের তাফসীর কারক নোয়াখালীর গর্ব লক্ষীপুর ইসলামিয়া আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা ইসমাঈল হোসেন সাহেবকে নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নে তাফসীর মাহফিলে আসার পথে লক্ষীপুরের মান্দারি থেকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, মাওলানা ইসমাঈল হোসেন সাহেবের বিরুদ্ধে কোনো মামলা না থাকার পরও তাকে কেন গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হলে পুলিশ বলে তিনি তাফসীর মাহফিলে সরকার বিরুদ্ধী কথাবার্তা বলে থাকেন, তা ছাড়া তাকে গ্রেফতারের বিষয়ে উপরের নির্দেশ রয়েছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/০২ মার্চ ২০১৫।
Tags:
জেলা সংবাদ