নোয়াখালীতে সময় টিভি কার্যালয়ে ককটেল নিক্ষেপ ||

নোয়াখালীতে সময় টেলিভিশনের জেলা কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সোয়া ৯টার দিকে শহরের প্রধান সড়কের টাউন হল মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ ও সাধরণ সম্পাদক রুদ্র মাসুদ ক্ষোভ ও নিন্দা জানান।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা ও সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) নিস্কৃতি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুধরাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২ মার্চ ২০১৫।

Post a Comment

Previous Post Next Post