শেখ হাসিনা ইতিহাসের কাছে দায়ী থাকবেন, ইতিহাস তাকে ক্ষমা করবেনা : মান্না ||

দেশে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের কাছে দায়ী থাকবেন, ইতিহাস তাকে ক্ষমা করবেনা বলে মন্তব্য করেছেন নারগিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্যের এক অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, আপনারা একে অপরকে দোষারোপ করলে দেশের বর্তমান সমস্যা সমাধান করা যাবে না বরং সমস্যা দিন দিন বাড়বে। তাই প্রধানমন্ত্রীর প্রতি আমার আহ্বান আপনি সংলাপের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

দেশের প্রধান দুই দল শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে রাজনীতি করছে মন্তব্য করে মান্না বলেন, সরকারের পক্ষ মনে করছেন, এ অবস্থায় তাদের পরীক্ষা নিতেই হবে এবং স্বৈরাচারী আচরণের মাধ্যমে বিরোধী দলকে নি:শেষ করতে হবে। অপরদিকে বিরোধী দল মনে করছেন, পরীক্ষার সময় হরতাল দিয়ে বেকাদায় ফেলে সরকারের পতন ঘটাবেন। দুই দলই আজ শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে রাজনীতি শুরু করেছে।

তিনি আরও বলেন, দেশে যে জ্বালাও-পোড়াও চলছে, এর দায় কেউ নিচ্ছে না।

সাবেক এই ছাত্র নেতা আরো বলেন, দেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে তাই একে অপরের বিপদে ছুটে যায়। কিন্তু দেশের রাজনীতি সাংঘর্ষিক হয়ে পড়েছে। একে অপরের শক্রতে পরিণত হয়েছে।
নাগরিক ছাত্র ঐক্যের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মাদ মুনছুর বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলেই এগিয়ে যেতে হবে এইজন্য কারো রক্ত চক্ষুকে ভয় পেলে চলবে না। পেট্রলবোমা মেরে কখনও আন্দোলন হতে পারে না তাই গণজাগরণ সৃষ্টির মাধ্যমেই এই দখলদার সরকারকে হঠাতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান, মুহিত হাসান তরিক, মেহেদী হাসান সবুজ, মেহেদী হাসান ও রবিউল ইসলাম রুবেল প্রমুখ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৫ ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post