আর কোন ছাত্র হত্যা করলে ছাত্রশিবির ঘরে বসে থাকবেনা : শিবির সভাপতি ||

সরকারের কর্তাব্যক্তিরা বিরোধী মতের ব্যক্তিদের গুলির নির্দেশের পর কথিত নাশকতার অভিযোগে নির্বিচারে গনহত্যা শুরু করেছে যৌথবাহিনী। ইতোমধ্যে অনেক মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে। স্বাধীন দেশে অন্যায় ভাবে এমন গনহত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না। অন্যায় ভাবে আর কোন ছাত্রকে হত্যা করলে ছাত্রশিবির বসে থাকবেনা।

যারা পেট্রোলবোমা মারে/তৈরী করে তাদের সরকার খুজে বের করুন। তাদের বিচার জমায়াত শিবির ও চায়। তাদের আইনের আওতায় আনুন। কারণ তারা মানুষ নামের অমানুষ। কিন্তু অন্ধভাবে কাউকে দায়ী করে হত্যা করলে তার পরিণিত হবে ভয়াবহ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৮ ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post