দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করা ছাড়া কোন বিকল্প নেই - শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, আওয়ামী অপশাসনে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। অপশাসনের কারণে রমযান মাসেও মানুষ শান্তিতে বাস করতে পারছে না। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই ফ্যাসিষ্ট দলকে ক্ষমতাচ্যুত করার কোন বিকল্প নেই।

তিনি আজ ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর এক মিলনায়তনে আজ সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শিবির সভাপতি বলেন, আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় এসেছে। জনসমর্থন ছাড়াই তারা সরকার গঠন করেছে বলে জনগণের প্রতিও তাদের কোন দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। সরকার মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। একদিকে মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে, অন্যদিকে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় পরিবার নিয়ে বেঁচে থাকতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারি না। আমাদেরকে এই অপশাসকের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই এই জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। অন্যথায় বাংলাদেশ ধ্বংসের দিকেই এগিয়ে যাবে।
তিনি বলেন, দেশজুড়ে লোডশেডিংয়ের পরিমান বেড়ে গেছে। পবিত্র রমযান মাসে লোডশেডিংয়ের কারণে রোযাদার মুসলিম ভাই-বোনদের কষ্ট হচ্ছে। সরকারকে অবশ্যই এই মাসে বিদ্যুৎের সরবরাহ নিশ্চিত করতে হবে। দেশ পরিচালনায় ব্যর্থ সরকার মানুষের দূর্ভোগের বিষয়গুলো আমলে নিচ্ছে না বলে ভোগান্তি আরো বাড়ছে। রাজধানীজুড়ে জ্যামের ফলে মানুষের কাজের সময় পথেই নষ্ট হচ্ছে। সরকারের এসব ব্যর্থতা বাংলাদেশকেই পিছিয়ে দিচ্ছে। কাজেই, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে।

তিনি বলেন,একদিকে অবৈধ সরকার সন্ত্রাসী ও এদের গডফাদারদের আশ্রয় প্রশ্যয় দিয়ে তাদের পাশে থাকার ঘোষনা দিচ্ছেন অন্যদিকে বিশ্ববরেণ্য আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে জেলে বন্দি রেখে তাদের কষ্ট দিচ্ছে। আমরা অনতি বিলম্বে সরকারের এমন পক্ষপাত মূলক আচরন পরিহার করে ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দ-সহ সারা দেশে অন্যায়ভাবে আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানাচ্ছি।

তিনি আরো বলেন, সারা দেশে যে হারে বিচার বর্হিভুত হত্যাকান্ড,ঘুম,খুন বাড়ছে তাতে দেশের প্রতিটি নাগরিক চরম উদবিগ্ন উৎকন্ঠায় দিন পার করছে। এ থেকে নিস্তার পাওয়ার জন্য এই অবৈধ সরকারের পতন ঘটানো ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

বৈঠক শেষে তিনি সারা দেশে নতুন সেটাপ হওয়া শাখা গুলোর নবনির্বাচিত দায়িত্বশীলরা যেন যথাযথভাবে দ্বীনি দায়িত্ব আঞ্জাম দিতে পারেন, সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

(মো. জামাল উদ্দিন)
সহকারী প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

Post a Comment

Previous Post Next Post