আ'লীগ এখন জনপ্রশাসনলীগ, সরকার ৯০ এর চেয়ে অনেক বেশী স্বৈরাচার : ব্যারিস্টার শামীম হায়দায়

দেশের বেসরকারী টেলিভিশন ইনডিপেন্ডেন্ট টিভির " বাংলাদেশ এখন" টকশোতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারী বলেছেন,

"আওয়ামীলীগ এখন জনপ্রশাসনলীগ, বর্তমান সরকার ৯০ এর চেয়ে অনেক বেশী স্বৈরাচার।"

তিনি বলেন, "বর্তমান সরকার খুব বেশী প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যার জন্য আওয়ামীলীগ এখন জনপ্রশাসনলীগ। এখন আসলে যেটি হচ্ছে বার বার আমি বলি সেটাকে বলে ডিজ এঙ্গেইজড টলারেন্স। জনগণ আসলে কোন দিকেই যেতে পারছে না। যেতে চাচ্ছে না। এখন বিপুল ফ্লুয়েটিং ভোট অপেক্ষা করছে তৃতীয় শক্তির জন্য। এখন প্রশ্ন হচ্ছে এই তৃতীয় শক্তি টা কোনটা হবে।"

তিনি আরো বলেন, " হ্যাঁ আমাদের দল জাতীয় পার্টিকে এক সময় স্বৈরাচারের দল বলা হত। আমি দায়িত্ব নিয়েই বলছি, বর্তমান সরকার ৯০ এর চেয়ে অনেক বেশী স্বৈরাচার। যে বিএনপি সরকার ক্ষমতায় ছিল তারাও ৯০ এর চেয়ে অনেক বেশী স্বৈরাচার ছিল। সময় থাকলে এক এক করে উদাহারন সহ বুঝিয়ে দিতাম। গ্রেনেড মারা হয়েছে, কিব্রিয়াকে মারা হয়েছে, আহসান উল্লাহ মাস্টার কে মারা হয়েছে। জেএমবির উত্থান ঘটেছে। আবার এই সরকারের সময়ে ও আছে অনেক কিছু।"

ব্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারী বলেন, "অতএব এখন চলছে ইলেমিনেসন অর্থাৎ যে দল সরকার ক্ষমতায় থাকবে আরেক দলকে চাইবে নিশ্চিহ্ন করতে। যদি ইউকে তে লিবারেল ডেমোক্রেট এক সময় যাদের ভোট ছিল ৭% তারাও সরকার গঠন করতে পারে আমি মনে করি সাংগঠনিক ভাবে শক্ত হলে জাতীয় পার্টির একটা পর্যায়ে স্ক্রেট রুট হিসেবে হলেও এই দুই দলের জন্য সরকার গঠন করতে পারে।"

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০২ফেব্রুয়ারী ২০১৫।

Post a Comment

Previous Post Next Post