হঠাৎ কামরুলের মুখে সংলাপের সুর! ||

হঠাৎ সুর পাল্টে সংলাপের কথা বলতে শুরু করেছেন নিয়মিত সংলাপের দাবি করা লোকদের গালমন্দ করা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

যারা সংলাপের কথা বলে তাদের উদ্দেশে কামরুল বলেছেন, আপনারা যারা সংলাপের কথা বলেন তারা বিএনপিকে পরামর্শ দেন, বুঝান। তারা যেন নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করে। তাহলে তাদের সঙ্গে সংলাপ হলেও হতে পারে।

সোমবার সকালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে অবস্থান-সমাবেশে এ কথা বলেন। এ প্রতিবাদ-অবস্থান-সমাবেশের আয়োজন সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।

কামরুল ইসলাম বলেন, “বিএনপির হরতাল-অবরোধ রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাস। যারা তাদের সঙ্গে সংলাপের কথা বলেন, তাদের নাশকতা ও সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচি মনে করেন। বুঝে নেন, এই নাশকতা-সন্ত্রাস না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।”

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২ফেব্রুয়ারী ২০১৫।

Post a Comment

Previous Post Next Post