ফুল দেয়ার ব্যাপারে সংসদে আল্লামা সাঈদী সাহেবের যুগান্তকারী বক্তব্য ||

কোন এক গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর পর, সংসদে প্রস্তাব আসলো এক মিনিট দাঁড়িয়ে থাকার। সেই সময়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব বললেন, মাননীয় স্পীকার, এক মিনিট নিরব দাঁড়িয়ে থেকে যদি ঐ মৃত ব্যক্তির শারীরিক, মানসিক, আধ্যাত্নিক, বিশ্বাসগত যে কোন ধরনের উপকার হয় তবে এক মিনিট কেন, আসুন আমরা এক ঘন্টা নিরবে দাঁড়িয়ে থাকি ! পৃথিবীর সব ধর্মেই মৃত ব্যক্তির জন্য প্রাথর্না/দোয়া করার নিয়ম আছে। তাহলে আমরা কেন দোয়া করব না ?

কথা তো সেটাই,  শহীদ মিনারে ফুল দিয়ে যদি কোন লাভ হয় ভাষা শহীদদের। তাহলে আসুন অল্প ফুল কেন ? ফুল দিয়েই শহীদ মিনার বানাই।

আসল ব্যাপার এইটাই, নিজের কেউ মারা যায়নি তো। তাই ইচ্ছে মত যা খুশি করতে পারছেন। তবে নিজের কেউ মারা গেলে ঠিকই দোয়া করার জন্য ছোটাছুটি করতেন!

আল্লাহ আমাদের সবাইকে এই অপসংস্কৃতি থেকে বাচাঁর তৌফিক দিন। আমিন ইয়া রব।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২০ ফেব্রুয়ারি ২০২৫।

Post a Comment

Previous Post Next Post