নোয়াখালীতে বিজিবির ৬ সদস্য আহত ||

নোয়াখালী : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি পিকাপভ্যান উল্টে এক হাবিলদারসহ ৬ সদস্য আহত হয়েছেন।  অবরোধ ও হরতালে নাশকতা এড়াতে টহল দিচ্ছিলেন তারা।  আহতদের মধ্যে ৩ জনকে কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দুপুর পৌনে ২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পাঁচবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন হাবিলদার শ্রী কিশোর, সিপাহী শরীফ হোসেন, আপেল মাহমুদ, গালিলুর রহমান, রুবেল হোসেন ও রবিউল ইসলাম।

তাদের মধ্যে হাবিলদার শ্রী কিশোর, সিপাহী আপেল মাহমুদ ও গালিলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, রোববার দুপুরে বিজিবির একটি দল পিকাপভ্যানযোগে উপজেলার জয়াগ ইউনিয়নের বাংলাবাজারের দিকে যাচ্ছিল।

পথে পাঁচবাড়ী এলাকায় পৌঁছলে তাদের পিকাপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।  এতে গাড়িতে থাকা এক হাবিলদারসহ বিজিবির ৬ সদস্য আহত হন।

তাদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩ ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post