সেনবাগে ইজতেমার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১ আহত- ৫ ||

সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ছাতারপাইয়া বাইপাস এলাকায় একটি ইজতেমার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দেলোয়ার হোসেন নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। এসময় বাসে থাকা আরো ৫ মুসল্লি আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. দোলোয়ার হোসেন চৌধুরী (৫৬) সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের পঞ্চায়ত বাড়ীর সেকান্তর মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের ভাই লেদু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে এলাকার স্থানীয় মুসল্লিদের সাথে একটি বাসযোগে ঢাকার টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন দোলোয়ার হোসেন চৌধুরী। রাত ২টার দিকে বাসটি উপজেলার সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ছাতারপাইয়া বাইপাস এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে দোলোয়ার হোসেন চৌধুরীসহ বাসে থাকা ৫ মুসল্লি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দোলোয়ার হোসেন চৌধুরীর মৃত্যু হয়। অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাই লেদু চৌধুরী আরো জানান, বুধবার বেলা ১১টায় তাঁর ভাইয়ের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ইজতেমার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। কোন মুসল্লি নিহতের বিষয়টি তিনি জানেনা। তবে, এ বিষয়ে খবর নিচ্ছেন বলে তিনি জানান। 

সেনবাগ প্রতিনিধি/এম এ আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/১৪ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post