কোম্পানীগঞ্জে গাড়িতে আগুন, আহত ২ ||

নোয়াখালী: ছাত্রদলের ডাকা হরতালের আগের রাতেই কোম্পানীগঞ্জে সিমেন্টবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ দুই জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট-চাপরাশিরহাট সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাক চালক মো. সবুজ (২৮) ও তার সহকারী মো. সৌরভ হোসেন (২৫)।

এর আগে, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে নোয়াখালীতে বুধবার ২৪ ঘণ্টার হরতাল ডাকে জেলা ছাত্রদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিমেন্টবাহী একটি ট্রাক কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারের দিকে যাচ্ছিল। পথে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বসুরহাট-চাপরাশিরহাট সড়কে ট্রাকের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় চালক সবুজ ও সহকারী সৌরভকে পিটিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। একই সময়ে তারা ওই স্থানে দুটি সিএনজি অটোরিকশায় আগুন, ৩-৪টি সিএনজি অটোরিকশা ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল হক জানান, দুর্বৃত্তরা চালক ও সহকারীকে মারধর করে একটি সিমেন্টবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৩ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post