শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সারা দেশে প্রচ- শীতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হলেও সরকার দুর্গত ও শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসেনি। সরকার যদি জনগণের কল্যাণে কাজ করতো তাহলে সমাজ এবং রাষ্ট্রের এমন দুরবস্থা হতো না। মূলত সরকার দেশের মানুষের কল্যাণে কাজ না করে নিজেরদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই আর্ত-মানবতার কল্যাণে শ্রমিকদেরকেই এগিয়ে আসতে হবে। তিনি সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে দুর্গত মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান।
গতকাল শনিবার রাজধানীর মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী আয়োজিত দরিদ্র ও শীতার্ত নির্মাণ শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফেডারেশনের ঢাকা মহানগরীর সভাপতি লস্কর মোহাম্মদ তসলিমের সভাপত্তিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক নেতা মোঃ আব্দুল কুদ্দুস, জননেতা অধ্যাপক চৌধুরী নূরুজ্জামান, শ্রমিক নেতা মোঃ আব্দুল হালিম, মোঃ সেলিম উদ্দিন খলিফা ও নির্মাণ শ্রমিক নেতা মোঃ হারুন অর রশিদ প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে এখন জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করার পাশাপাশি আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য নিজ দলের লোকজনকেও খুন করছে। সরকার জনগণের জানমালের দায়িত্বে নিয়োজিত প্রশাসনকেও বিরোধী দল দমনের জন্য নির্লজ্জভাবে কাজে লাগাচ্ছে। নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় বিষয়টি দিবালোকের মত পরিষ্কার। মূলত সরকার জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু মজলুমরাই যুগে যুগে বিজয়ী হয়েছেন আর জালিমরা হয়েছে পরাজিত। তাই সরকারের জুলুম-নির্যাতন মোকাবেলায় সকল শ্রেণীর শ্রমিককে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শ্রমিকদের সৎভাবে জীবন যাপন ও ওয়াক্ত নামাজ আদায় করার জন্য উদাত্ত আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে লস্কর মোহাম্মদ তসলিম বলেন, সামজের বেশিরভাগ লোক শ্রমজীবী। সমাজ পরিবর্তনের জন্য শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আগামী দিনে সৎ ও যোগ্য লোকদেরকে সমাজ ও দেশ পরিচালনার জন্য নির্বাচিত করার আহ্বান জানান।
প্রেসবিজ্ঞপ্তি/ ৪ জানুয়ারি ২০১৫।