সেনবাগ: নোয়াখালীর সেনবাগ ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পূরষ্কার ও সীরাতুন্নাবী (স.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এ উপলক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী কেরামতিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা আমিন উল্লা।
মাদ্রাসার উপ-অধ্যক্ষ আনোয়ারুল আজিম সোহেলর পরিচালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার কানন, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, সেনবাগ ক্যাডেট মাদ্রাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা এয়াছিন করিম, এম এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ ওয়াজি উল্ল্যাহ, কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ হানিফ, পৌর কমিশনার ফজলুল হক।
আলোচনা সভা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও মাদ্রাসার বার্ষিক পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ ।
সেনবাগ প্রতিনিধি/এম এ আর/৪ জানুয়ারি২০১৫।