৭ই রমজান বরকতে পরিপূর্ণ মাসে আল্লামা সাঈদী'র জন্মদিন ||

আজ ৭ই রমজান। বিশ্বনন্দিত মুফাস্সির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও বক্তা, বিশ্বের কোটি মুসলমানের প্রাণের স্পন্দন, বাংলার বিপ্লবী জনতার নয়নমনি, বাতিলের বিরুদ্ধে সদাজাগ্রত কন্ঠস্বর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র জন্মদিন।

১৯৪০ সালের ০২ ফেব্রুয়ারী, বরকতে পরিপূর্ণ রমজান মাসের ৭ তারিখ রোজ বৃহস্পতিবার পিরোজপুরের প্রখ্যাত আলেম মাওলানা ইউসুফ সাঈদীর ঔরষে, তারই ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন বিংশ এবং একবিংশ শতাব্দীর জীবন্ত কিংবদন্তী এই মহান মনীষী।

সেই মা কতইনা সৌভাগ্যবতী, যিনি সাঈদী নামের এই সুবাসিত ফুলকে গর্ভধারণ করেছিলেন। মহাসত্যের শত্রুদের হৃদকম্পন জাগবে যার বলিষ্ট কন্ঠে- সেই মহান মনীষী পৃথিবীতে এলেন এই পবিত্র রমজান মাসেই।

আল্লাহ তা'য়ালা তাঁকে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সম্মানিত করুন, বাতিলের সমস্ত চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত করুন। মহাগ্রন্থ পবিত্র কোরআনের খাদেম আল্লামা সাঈদী আমাদের মাঝে ফিরে আসুন মুক্ত হয়ে, অত্যাচারির সমস্ত অপবাদ চূর্ণ করে দিয়ে। -আমিন

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৫ জুন ২০১৫।

Post a Comment

Previous Post Next Post