খালেদার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে ||

প্রায় ১৮ ঘন্টা পর বিদ্যুৎবিহীন থাকার পর পুনরায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে বিদ্যুৎ সংযোগ দিতে কার্যালয়ের সামনে আসে ডেসকোর ৬ কর্মী। এরপর তারা কিছুক্ষণ কাজ করলে গুলশান কার্যালয়ের আলো জ্বলে ওঠে।

বিদ্যুৎ সংযোগ দেয়ার পর লাইনম্যানদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন,  'তাদের লাইনের সমস্যার কথা জানানো হয়েছিল। তাই তারা এসে লাইন ঠিক করে দিয়েছেন।' এরপর তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

এর আগে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকোর কর্মীরা পুলিশ নিয়ে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা সামসুদ্দিন দিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশের ভবনে বিদ্যুৎ সংযোগ থাকলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই।

তিনি বলেন, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও ডেসকোর লাইনম্যান মোকসেদ আলী এসে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/৩১ জানুয়ারি, ২০১৫।

Post a Comment

Previous Post Next Post