কাকরাইলে আরটিভির গাড়ির ধাক্কায় আহত ৩ ||

রাজধানীর কাকরাইলে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির গাড়ির ধাক্কায় মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- লিমা দেবনাথ (২৯), ছেলে মৌমিত (৩) ও রিকশা চালক বিল্লাল হোসেন (৭০)।

লিমা দেবনাথ জানান, ‘সকাল সাড়ে আটটার দিকে ছেলেকে শান্তিবাগ কিডস টিউটোরিয়াল স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এসময় আরটিভির একটি গাড়ি পেছন থেকে তাদের রিকশাকে ধাক্কা দেয়।’

ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের কাস্টমার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ‘সকাল সাড়ে আটটার দিকে আরটিভির গাড়িটি একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মা-ছেলে ও রিকশাচালক আহত হয়। পরে তাদেরকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। আহত রিকশাচালক বিল্লালের একটি পা ভেঙ্গে গেছে।’

এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩১ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post